বিশ্বমানের আলেম ও হাফেজ তৈরির লক্ষ্যে সন্তানদের তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় পড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আদর্শ ও চরিত্রবান মা তৈরি করতে মেয়েদের তানযীমুল উম্মাহ মাদরাসার গার্লস সেকশনে ভর্তি করানোর পরামর্শও দিয়েছেন বক্তারা।
রবিবার (৩ নভেম্বর) রাজশাহী শিল্পকলা একাডেমিতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী শাখার প্রি-হিফয সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান। তাঁরা উল্লেখ করেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন একটি আদর্শ মানুষ গড়ার প্রতিষ্ঠান, যা বাংলাদেশজুড়ে ৯০টিরও বেশি মাদরাসা পরিচালনা করছে।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর মুহাম্মদ হাবীবুল্লাহ আল আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. সেতাউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশফুল কুরআর একাডেমির চেয়ারম্যান মাওলানা রুহুল আমীন, রাজশাহী শাখার প্রিন্সিপাল মো. মাসউদুর রহমান, বগুড়া শাখার প্রিন্সিপাল মো. শাহ্ আলম, এবং অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মাদরাসায় শিক্ষার্থীদের ইসলামিক শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, অংকসহ আধুনিক শিক্ষারও পাঠদান করা হয়। ফলে শিক্ষার্থীরা আদর্শ ও চরিত্রবান হাফেজ হিসেবে গড়ে ওঠে এবং তারা আল-আযহার বিশ্ববিদ্যালয়সহ বিশ্বমানের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পায়।
মতামত