সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২টি স্রোতিজালের স্থাপনা বিনষ্ট এবং ৩ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) তাড়াশ উপজেলার চরকুশাবাড়ি এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, এএসআই, এবং সেনাবাহিনীর সদস্যরা। অভিযানের পর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশগুল আজাদ জানান, স্রোতিজাল ও চায়না দুয়ারী জাল পরিবেশ ও মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। এই ধরনের জাল ছোট-বড় সকল জলজ প্রাণীকে আটকিয়ে রাখে, যা দেশীয় প্রজাতির মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর বিলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার এই জালগুলো নিষিদ্ধ করেছে। ছোট মাছ সংরক্ষণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
মতামত