সারাদেশ

সড়ক দখল করে ধান মাড়াই: ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সড়ক দখল করে ধান মাড়াই: ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ নভেম্বর ২০২৪, রাত ১০:০০

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার পাকা সড়কগুলোতে অবাধে ধান মাড়াই এবং ধান ও খড় শুকানোর কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় কৃষকরা ক্ষেত থেকে কাটা ধান সড়কে এনে মাড়াই করে, এবং রাস্তার দু'পাশে ধান ও খড় শুকিয়ে রাখছেন। প্রধান সড়কের অর্ধেকজুড়ে ধান ও খড় ব্লক করে রাখায় গাড়িগুলো বাধ্য হয়ে সংকীর্ণ পথ দিয়ে চলাচল করছে। প্রত্যক্ষদর্শীদের মতে, দেশীগ্রাম, তালম ও মাধাইনগর গ্রামে প্রতিদিন সকালে ধান কেটে রাস্তায় মাড়াই এবং বিকেলে বস্তায় ভরে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় শুকানো খড়গুলো স্তুপ করে রাখা হয়, যা পরে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এভাবে সড়কে ফসল মাড়াই ও শুকানোর কাজ চলতে থাকায় যান চলাচলে বিপত্তি সৃষ্টি হচ্ছে। গাড়ি ও মোটরসাইকেল চালকরা ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান। এক মোটরসাইকেল চালক রাজু বলেন, রাস্তার ওপর ধান ও খড় শুকানোর ফলে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। একইভাবে, অটোরিকশা চালক রাশিদুল ইসলাম বলেন, খড়ের কারণে রাস্তায় গাড়ির ব্রেক ঠিকমতো ধরে না, ফলে গাড়ি স্লিপ করে চলে যায়। এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা জানান, রাস্তায় ধান ও খড় শুকানোর কোনো সুযোগ নেই এবং এ কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। কৃষকদের সচেতন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে তারা রাস্তায় ফসল শুকানোর কাজ বন্ধ করেন।