জাতীয় যুব দিবসে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে সম্মাননা পেয়েছে এনজিও সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর হিউম্যান এডভান্সমেন্ট (দিয়া)। কুমিল্লা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে "দিয়া" সংস্থার পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ আবুল কাশেম।
তিনি বলেন, আজকের এই অর্জন শুধুমাত্র আমার নয়, আমাদের সংস্থার সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ও নির্বাহী পরিচালক জনাব মোঃ আবুল কাশেম এবং উপস্থাপনা করেন সংস্থার উপ-পরিচালক জনাব মোঃ আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিয়া সংস্থার নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর মোঃ ইউনুস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিয়া'র পরিচালক নাছরিন আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মোঃ সুমন মিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম, শাখা ব্যবস্থাপক জাকির হোসেন, কামরুল ইসলাম, মোতালেব হোসেন, রিপন দেবনাথ, সাইফুল ইসলাম, মোঃ সাকিবুল হাসান, রুবেল হোসেন, নাহিদ হাসান, আলামিন হোসেন, কাউছার আহমেদ প্রমুখ। এছাড়াও সহকারী শাখা ব্যবস্থাপকসহ সংস্থার সকল স্টাফরাও এ সময় উপস্থিত ছিলেন।
মতামত