সারাদেশ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ নভেম্বর ২০২৪, বিকাল ৫:৪৪

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে আন্দোলনকারীরা প্রথম আলো পত্রিকাকে "আওয়ামী লীগের দোসর ও ভারতীয় দালাল" আখ্যা দিয়ে প্রধান ফটকের সামনে পত্রিকা পুড়িয়ে বয়কটের ঘোষণা দেন। মিছিলে শিক্ষার্থীরা বাঁশের লাঠি তৈরি করো, জাপা লীগ বিদায় করো, আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে, স্বৈরাচারের দোসরেরা, হুশিয়ার সাবধান, এবং দালালদের ঠিকানা, এই দেশে হবে না—এসব স্লোগান দেন। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। জাতীয় পার্টি স্বৈরাচারের সহযোগী এবং বিভিন্ন নির্বাচনকে প্রহসনে পরিণত করতে সহায়তা করেছে। সারাদেশের ছাত্র ও জনতা ইতিমধ্যেই তাদের বয়কট করেছে। তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ জোরালো প্রতিবাদ করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণহত্যার দোসরদের পুনর্বাসন করার চেষ্টা চলছে। আমরা সবাইকে সতর্ক করে দিতে চাই—আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন, স্বৈরাচারীদের পুনর্বাসন করবেন না।