সারাদেশ

রাণীশংকৈল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ওসি'র মতবিনিময়

রাণীশংকৈল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ওসি'র মতবিনিময়

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ নভেম্বর ২০২৪, রাত ১২:২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের পুরাতন সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহা: আরশেদুল হক এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) রাত ৮টায় পৌর শহরের চাঁদনী সিনেমা হল সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এই পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই নবাগত ওসি মুহা: আরশেদুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সভাটি সঞ্চালনা করেন। নবাগত ওসি আরশেদুল হক তার বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের সাথে তাঁর পরিকল্পনা ও উদ্দেশ্য শেয়ার করেন। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এবং দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি কুশমত আলী, বাহান্নার আলো পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মাহবুব আলম, দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, দৈনিক সমতল প্রতিনিধি সোহরাব আলী, দৈনিক সোনালী কন্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক দৃষ্টি প্রতিদিন প্রতিনিধি রেজাউল করিম রাজা, দৈনিক জবাবদিহি প্রতিনিধি সুজন আলী, এবং দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ। নবাগত ওসি তাঁর বক্তব্যে বলেন, মাদক নির্মূল, সন্ত্রাসী এবং চাঁদাবাজদের চিরতরে ধংস করতে তিনি সকল পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় রাণীশংকৈল থানার সাব-ইন্সপেক্টর বকুলসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।