সারাদেশ

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩ নভেম্বর ২০২৪, রাত ১২:২৫

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সমবায় পরিদর্শক নুরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক বিপ্লব হোসেন, সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়া, উপজেলা সমবায় পরিদর্শক মনা মন্ডল প্রমুখ। বক্তারা সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষভাগে উপজেলার ৫টি সফল সমবায় সমিতির প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দিলারা বেগম।