সারাদেশ

সিরাজগঞ্জে সংখ্যালঘু ঐক্য মোর্চার ৮ দফা দাবিতে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সংখ্যালঘু ঐক্য মোর্চার ৮ দফা দাবিতে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ নভেম্বর ২০২৪, রাত ১০:৪৬

সংখ্যালঘুদের অস্তিত্ব ও নিরাপত্তা রক্ষায় ৮ দফা দাবির বাস্তবায়ন নিশ্চিত করতে সিরাজগঞ্জে এক গণসমাবেশ ও মিছিলের আয়োজন করেছে সংখ্যালঘু ঐক্য মোর্চা। শনিবার (২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন পৌরমুক্ত মঞ্চে এই দাবিসমূহ বাস্তবায়নের জন্য গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি মিছিল বের হয়, যা পরে জেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুড় আখড়ায় গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার চন্দন পাল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর। বক্তারা সংখ্যালঘুদের ওপর বিভিন্ন সময় হওয়া হামলা, লুটপাট, এবং অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে বলেন, আমরাও এই দেশের ভূমিপুত্র, আমাদের জন্ম এই দেশে। তাহলে কেন আমাদের ওপর এতো অবিচার? তাঁরা সরকারের প্রতি সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, চিন্ময় প্রভু ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্তের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, তাঁদের দাবি বাস্তবায়িত না হলে তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন। গণসমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, সিরাজগঞ্জ পূজা উদযাপন পরিষদের সদস্য অ্যাডভোকেট কল্যাণ কুমার সাহা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক পরেশ মাহাতো, সমাজকল্যাণ সম্পাদক রতন বাঁশফোর, বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ, সকল মন্দির কমিটির প্রতিনিধিরা এবং সনাতনী ছাত্র সমাজসহ বিপুল সংখ্যক সনাতনধর্মালম্বী।