সুনামগঞ্জ সদর থানায় কর্মরত পুলিশের এসআই সবুর ও ডিবির এসআই ওয়াসিম কর্তৃক সাংবাদিক মাহফুজুর রহমান সজীবকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের পৌরমার্কেটের দ্বিতীয় তলার অনলাইন প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিক সজীব বলেন, গত ২৬ অক্টোবর সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে টাস্কফোর্সের অভিযানে তিনটি ষ্টিলবডি বালুভর্তি নৌকা ও দুইটি ড্রেজার মেশিনের নৌকাসহ তিন জন আসামীকে আটক করা হয়। তখন জব্দকৃত এসব বালুভর্তি নৌকা, ড্রেজার মেশিন ও আটক আসামীদের সদর থানার এসআই সবুরের জিম্মায় রেখে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে, এসআই সবুর নৌকার মালিক মতিউর রহমানকে মোবাইল ফোনে ৩ লক্ষ টাকা দিলে নৌকা ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন। নৌকার মালিক মতিউর রহমান অনেক কাকুতি মিনতি করে দেড় লক্ষ টাকা দিবেন বলে সমঝোতা করেন। পরবর্তীতে নৌকার মালিক ঘটনাস্থলে না আসতে পারায় এবং সাংবাদিক সজীবের বন্ধুত্বের সুবাধে তার কাছ থেকে দেড় লক্ষ টাকা এসআই সবুরকে দিতে অনুরোধ করেন। সজীব টাকা নিয়ে গেলে এসআই সবুর জব্দকৃত সব মালামাল ছেড়ে দেওয়ার কথা জানান।
সংবাদ সম্মেলনে সজীব আরো জানান, যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আহমেদ আটক নৌকা ও আসামীদের তথ্য জানতে চাইলে তালবাহানা শুরু করেন এসআই সবুর। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আহমেদ আটক নৌকা ও আসামীদের না দেখাতে পারলে তার চাকরি থাকবে না বলে চাপ প্রয়োগ করলে, এসআই সবুর মিথ্যার আশ্রয় নিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেন।
এর আগে, নদীপথে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে এসআই সবুর ও ডিবির এসআই ওয়াসিমের সম্পৃক্ততার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার কারণে তার ক্ষোভে সজীবকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। তিনি বলেন, "টাকা খেয়ে নৌকা ছেড়ে দেওয়ার বিষয়টি ধামাচাপা দিতে মিথ্যে মামলায় আমাকে থানায় ডেকে নিয়ে গ্রেফতার দেখানো হয়।" তিনি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে যারা তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, তাদের কঠোর শাস্তির দাবি করেন।
এ সময় সুনামগঞ্জের প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি রেজাউল করিম, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি এ কে মিলন আহমেদ, সাধারণ সম্পাদক মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফ, সুনামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কে এম শহীদুল ইসলাম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি ফুয়াদ মনি, এশিয়ান টাইমস আইপি টিভির জেলা প্রতিনিধি শাওন রায় এবং বাংলার দুত পত্রিকার জেলা প্রতিনিধি সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
মতামত