সারাদেশ

তাড়াশে যৌথবাহিনী অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

তাড়াশে যৌথবাহিনী অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ নভেম্বর ২০২৪, রাত ৯:৩৮

সিরাজগঞ্জের নিমগাছি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন। ওয়ারেন্ট অফিসার মোঃ আকবর হোসেন জানান, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাড়াশ উপজেলার চককোলামুলা গ্রামের বাসিন্দা মাদক কারবারি মোঃ বাবলুকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত মালামালসহ তাড়াশ থানায় জমা দেয়া হয়েছে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।