সারাদেশ

শরণখোলায় যুব দিবস ও সমবায় দিবস উদযাপন

শরণখোলায় যুব দিবস ও সমবায় দিবস উদযাপন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ নভেম্বর ২০২৪, রাত ৯:৩৬

"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় যুব দিবস ও ৫৩ তম সমবায় দিবস পালিত হয়েছে। ২ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস। সভায় আরো বক্তব্য রাখেন তালতলী আশ্রয়ন প্রকল্পের সভাপতি সাংবাদিক শাহিন হাওলাদার, সুন্দরবন সমবায় সমিতির সভাপতি ফয়সাল আহসান এবং রূপালী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল কবির। অনুষ্ঠানের শেষ অংশে যুব প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।