সিরাজগঞ্জ জেলার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান তাড়াশ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত হয়েছেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর।
সেলিম জাহাঙ্গীরকে সভাপতি মনোনীত করায় অত্র কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে কলেজের সভাপতি এবং উপজেলা বিএনপির সভাপতি আফসার আলীকে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেয়। পরবর্তীতে এডহক কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশ জারি করে। ওই নোটিশের ভিত্তিতে তাড়াশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনি খন্দকার সেলিম জাহাঙ্গীরকে সভাপতি পদে মনোনীত করার প্রস্তাব দেন। তার প্রস্তাব অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুন্নাহ’র নির্দেশনায় কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত পত্রে তাকে কলেজের সভাপতি নির্বাচিত করা হয়।
মতামত