সারাদেশ

মহাত্মা লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে শাহজাদপুরে প্রাণবন্ত লালন গানের আসর

মহাত্মা লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে শাহজাদপুরে প্রাণবন্ত লালন গানের আসর

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ নভেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৫১

সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাত্মা লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস পালনের অংশ হিসেবে এক চমৎকার লালন গানের আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) শুক্রবার রাতে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে শাহজাদপুর হযরত শাহ দৌলা বাউল একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী, বাংলাদেশ বেতারের নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ সালামত হোসেন রিনা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ, এবং শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন ও আসমত আলী। সভাপতিত্ব করেন শাহজাদপুর হযরত শাহ দৌলা বাউল একাডেমির সভাপতি কাজী তপন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ভারত-বাংলাদেশের পরিচিত বাউল শিল্পী গুরু টুটুল ভেরো, গুরু মা রনি, বাউল শুভাষ, বাউল কাজী তপন, এবং বাউল মোশারফ হোসেনসহ অনেক প্রতিভাবান শিল্পী। যন্ত্রসঙ্গীতে ছিলেন ঢোলে বেলালাল ও হাসান, খমকে কাজী তপন, হারমনিয়ামে একরামুল, তবলায় নিমাই কুন্ডু, বাঁশিতে লাবু, এবং দোতারায় রনি। শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে এটি একটি বিশেষ মুহূর্ত হিসেবে উদ্ভাসিত হয়েছিল। গভীর রাত পর্যন্ত চলা এ বাউল গানে শত শত দর্শক মুগ্ধ হয়ে অংশগ্রহণ করেন। একই দিনে শাহজাদপুর মনিরামপুর স্বর্ণকার পট্টির কালি মন্দিরে দীপাবলী উৎসব উপলক্ষে শ্যামা গানের আয়োজনও করা হয়, যেখানে সঙ্গীত পরিবেশন করেন নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ সালামত হোসেন রিনা ও অন্যান্য শিল্পীবৃন্দ।