শিক্ষাঙ্গন

শিক্ষার্থীদের সাথে খাবার খেয়ে প্রশংসা পাচ্ছেন বেরোবির প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান

শিক্ষার্থীদের সাথে খাবার খেয়ে প্রশংসা পাচ্ছেন বেরোবির প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২ নভেম্বর ২০২৪, বিকাল ৫:৩৩

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহি হলের প্রভোস্ট ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান হলের শিক্ষার্থীদের সাথে একই আসনে বসে দুপুরের খাবার খেয়ে প্রশংসা কুড়িয়েছেন। শনিবার (২ নভেম্বর) দুপুরে শহীদ মুখতার ইলাহি হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের সাথে খাবার গ্রহণ করেন তিনি। দীর্ঘদিন হলের ডাইনিং বন্ধ থাকার পর, শিক্ষার্থীদের তত্ত্বাবধানে গত শুক্রবার (০১ নভেম্বর) ডাইনিং আবার চালু হয়। খাবারের মান সম্পর্কে অবগত হতে শিক্ষার্থীদের সাথে খেতে বসার মাধ্যমে ড. কামরুজ্জামান তার আগ্রহ প্রকাশ করেন, যা শিক্ষার্থী মহলে ব্যাপক প্রশংসা পাচ্ছে। শিক্ষার্থীদের বিভিন্ন দাবির মধ্যে একটি ছিল যে, প্রভোস্ট বা প্রভোস্টবডির কাউকে শিক্ষার্থীদের সাথে খেতে হবে, যেন তারা খাবারের মান সম্পর্কে অবগত থাকতে পারেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। শিক্ষার্থীরা ড. কামরুজ্জামানকে নিয়ে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করছেন। তারা আশা করছেন, প্রভোস্ট বা প্রভোস্টবডির পক্ষ থেকে নিয়মিতভাবে শিক্ষার্থীদের সাথে অন্তত একবেলা খাবার গ্রহণ করা হবে, যাতে খাবারের মানের প্রতি উদাসীনতা কমে যায়।