চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খিকটা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুনের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভুক্তভোগীরা আজ শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় নাচোল সাব রেজিস্ট্রি অফিস চত্বরে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে সহকারী শিক্ষক মোহাম্মদ সহিমুদ্দীন (ইসলাম ধর্ম), মোসাঃ কুলসুম খাতুন (আইসিটি), এবং নৈশ প্রহরী মোস্তফা হোসেন উপস্থিত ছিলেন এবং লিখিত বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে উল্লেখ করা হয়, ১৯৯৭ সালে স্থাপিত এই বিদ্যালয়টি ২০২২ সালের ৬ জুলাই এমপিওভুক্ত হয়। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে উল্লিখিত শিক্ষক-কর্মচারীরা কর্মরত থাকলেও তাদের বেতন-বিল এমপিওভুক্ত করতে প্রধান শিক্ষক শেফালী খাতুন এবং তার স্বামী আব্দুস সামাদ তাদের নিকট থেকে বিভিন্ন অংকের অর্থ গ্রহণ করেছেন। সহকারী শিক্ষক কুলসুম খাতুনের কাছ থেকে ৭০ হাজার, সহিমুদ্দীনের কাছ থেকে ৯০ হাজার, এবং নৈশ প্রহরী মোস্তফা হোসেনের কাছ থেকে ৬৫ হাজার টাকা নেয়ার অভিযোগ উঠেছে। তবে প্রধান শিক্ষক শুধুমাত্র নিজের বেতন-বিলের অনলাইন সাবমিশন করলেও তাদের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন যে, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেফালী খাতুন সহকারী প্রধান শিক্ষক (বিজ্ঞান) পদে ছিলেন এবং পরে প্রধান শিক্ষকের পদে যোগদান করেন। বর্তমানে তাদের বেতন-বিল প্রদানের জন্য দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা।
মতামত