পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের মাঝেরচরের বাসিন্দা বাক প্রতিবন্ধী মোঃ কবির হোসেন (৪০) এবং তার পরিবার চরম মানবেতর জীবনযাপন করছেন। ২২ বছর আগে নদীভাঙনে শেষ সম্বলটুকু হারিয়ে ভূমিহীন হয়ে পড়ার পর সরকার থেকে তাকে খাস জমিতে থাকার সুযোগ দেওয়া হয়। কিন্তু সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে তার বাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। আর্থিক সংকটের কারণে তিনি নতুন ঘর তুলতে পারছেন না এবং ভাঙা ঘরেই পরিবার নিয়ে বাস করছেন।
বাক প্রতিবন্ধী কবির হোসেনের স্ত্রী নুরুন নাহার বেগম বলেন, আমার স্বামী বোবা, তিনি নদীতে মাছ ধরে সংসার চালান। আমাদের ঘরটি নদীভাঙনে বিলীন হয়ে গেছে, আর্থিক সমস্যার কারণে নতুন ঘর তুলতে পারছি না। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ বিভিন্ন জায়গায় সহযোগিতা চাইলেও ঘর সংস্কার করতে কোনো সাহায্য পাইনি। বারবার সরকারি ঘরের জন্য আবেদন করেও তা পাইনি।
কবির হোসেনের বড় ভাই আঃ কুদ্দুস খান বলেন, ২২ বছর আগে আমাদের দুই ভাইকে এক একর খাস জমি দেওয়া হয়েছিল, কিন্তু নদীভাঙনে সেই জমিও বিলীন হয়ে যায়। সরকার যদি আমার ভাইকে একটি ঘর দিতো, তবে আমরা অনেক উপকৃত হতাম।
এলাকার বাসিন্দা জসিম বিশ্বাস জানান, কবির হোসেন একজন প্রতিবন্ধী হয়েও নদীতে মাছ ধরে সংসার চালাচ্ছেন। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে তার ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার যদি তার জন্য একটি ঘরের ব্যবস্থা করতো, তবে এই অসহায় পরিবারটি অনেক সুবিধা পেতো।
মতামত