কিশোরগঞ্জ জেলার মানবিক সংগঠন যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এক সেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের এডমিন ফাইজুল ইসলাম সুলতান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মাইনুল রহমান মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আহসান কবির খান কচি, মারুফ হাসান, অর্থ-সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি শামীম বেগম রীমা, শাহজাহান খান, এ্যাড. জাহাঙ্গীর আলম সুমন, কামরুল হাসান খান, জুনায়েদ ভুঁইয়া, শেখ আল আমিন, ও শাহীন খান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব রনি খান ও হৃদয় মিয়া। অনুষ্ঠানটি উদ্বোধন করেন যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জের এডমিন আতিকুর ইসলাম পিতুল।
মিলনমেলায় ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার ২১টি সামাজিক ও মানবিক সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সংগঠনের সদস্যদের মধ্যে উচ্ছ্বাস ও ঐক্যের একটি উদাহরণ হয়ে ওঠে, যা সমাজে মানবিক কার্যক্রমের প্রতি উৎসাহ সৃষ্টি করে।
মতামত