প্রকাশিত : ২ নভেম্বর ২০২৪, বিকাল ৫:২১ আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ভোর ৩:২৩
গত ৩১ অক্টোবর বিকাল ৩টায় বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কাতারস্থ জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তারা বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা নতুন কমিটির একটি তালিকা রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন।
রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু ও সাধারণ সম্পাদক আহমদ মালেকের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি জুবের খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ নবী নোমান, সহ-অর্থ সম্পাদক আব্দুর রব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মকবুল আলী এবং সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মুক্তার তালুকদার প্রমুখ।
রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ঐতিহ্যবাহী এ সংগঠনের নতুন নেতৃত্ব বৃহত্তর সিলেটের প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনার দিকে গুরুত্ব দেবে এবং প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবে।
মতামত