ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) ক্লাস শুরু হবে আগামীকাল শনিবার। নবীনদের স্বাগত জানাতে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তাদের বরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাজানো হচ্ছে রঙিন আলপনায়। এই আলপনা সজ্জার কাজটি করছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন অভয়ারণ্য। মেইন গেট থেকে শুরু করে ফ্যাকাল্টি গেটসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান রং তুলির ছোঁয়ায় প্রাণবন্ত করে তুলছেন অভয়ারণ্য দলের সদস্যরা।
আল্পনায় ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতীক এবং বিভিন্ন ব্যাচের নাম, যা নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশের সাথে পরিচিত হতে সহায়তা করবে। এই কাজের পৃষ্ঠপোষকতায় রয়েছে গ্রিন আর্কিটেক্ট, এবং চারুকলা বিভাগের শিক্ষার্থীরাও সহযোগিতায় অংশগ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বলেন, "সিনিয়ররা আমাদের বরণ করতে ক্যাম্পাসে যে রঙিন আলপনা করেছে, তা দেখে মন ভরে যাচ্ছে। এটি যেন পুরো ক্যাম্পাসকে এক নতুন প্রাণের স্পর্শ দিয়েছে। যারা নিজেদের উদ্যোগে এত কষ্ট করে আমাদের জন্য এই আয়োজন করেছেন, তাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করছি।"
অভয়ারণ্যের সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, আমরা নবীনদের বরণ করতে এই সজ্জার আয়োজন করেছি। প্রতিটি ভবনের সামনে এবং মেইন গেটে আলপনা করা হয়েছে। পাশাপাশি সাতটি ব্যাচের নামও যুক্ত করা হয়েছে, যাতে নবীনরা তাদের পূর্ববর্তী ব্যাচের সাথে পরিচিত হতে পারে। আমরা চাই, নবীনরা যেন তাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটি এই রঙিন পরিবেশে শুরু করে আত্মবিশ্বাস ও আনন্দ নিয়ে পথ চলতে পারে।
উল্লেখ্য, এই বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টিতে আগামীকাল বিভাগীয় উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মতামত