সারাদেশ

ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ: গণ অধিকার পরিষদের মূল মন্ত্র

ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ: গণ অধিকার পরিষদের মূল মন্ত্র

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ নভেম্বর ২০২৪, রাত ১০:১৭

ফরিদপুরের সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে একটি আনন্দ র‌্যালি ও উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা সদরের বাইপাস সড়কে কার্যালয়টি উদ্বোধন করা হয়। পরে একটি র‌্যালি বের করা হয়, যা সদর বাজারে ঘুরে আসে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ফারুক ফকির। উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি এনায়েত হোসেন মৃধা, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সালথা উপজেলা পরিষদের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম মোল্যা, সদস্য সচিব সজীব আল হোসাইন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুন মিয়া, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈম মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনার লক্ষ্যে গণ অধিকার পরিষদ কাজ করছে। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া এই সংগঠনটি ২০২১ সালের ২৮ অক্টোবর একটি রাজনৈতিক দলের রূপে আত্মপ্রকাশ করে। সংগঠনটি ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের সুশাসন, এবং জাতীয় স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছে। একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, বাক স্বাধীনতা নিশ্চিত করা, এবং বৈদেশিক সমঝোতা চুক্তিতে জাতীয় স্বার্থ বজায় রাখার বিষয়েও গণ অধিকার পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ এবং প্রবাসী অধিকার পরিষদও এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।