সারাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ নভেম্বর ২০২৪, রাত ১০:০৮

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে শাহজাদপুর উপজেলা থেকে এক বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমুখ। র‍্যালি শেষে শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম মনিরুজ্জামান এবং সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত হোসেন। সভায় শপথ বাক্য পাঠের পর যুব ঋণের চেক এবং সনদ প্রদান করা হয়।