ঝিনাইদহে স্থানীয় দু’পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের আরাপপুরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মশিউর রহমান বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশনি শেষে ক্যাম্পাস বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় স্থানীয় দুইটি পক্ষের সংঘর্ষ শুরু হলে এক পক্ষ তাকে প্রতিপক্ষ ভেবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হামলায় তার হাঁটু, হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। এক পথচারী তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।
সহপাঠী নুর উদ্দিন বলেন, আমাদের বন্ধুর উপর এই অতর্কিত হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করি।
শিক্ষার্থী মশিউর রহমান বলেন, আমি ছাত্র পরিচয় দিলেও তারা মারধর করে আমাকে ফেলে রেখে চলে যায়। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়কসহ সহপাঠীরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান এবং বলেন, এই বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো। এছাড়া, ভুক্তভোগীর চিকিৎসার ব্যয়ভার ও আইনী সহায়তা প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতাও দাবি করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় দু’পক্ষের সংঘর্ষে সে আহত হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত