আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিস্ট চরিত্র নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের চরিত্র বুঝে গেছে, তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা দেশে থাকতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু পৃথিবীর কোথাও আশ্রয় পাচ্ছেন না।
শুক্রবার (০১ অক্টোবর) বিকেল ৫টায় সিরাজগঞ্জের গয়লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান লেবু, সহ-সভাপতি আজিজুর রহমান দুলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, সিরাজগঞ্জের ৩ শহীদ পরিবারকে টুকুর ব্যক্তিগত উদ্যোগে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মতামত