সারাদেশ

সাতক্ষীরায় প্রাণসায়ের খালে পরিষ্কার ও উচ্ছেদ অভিযান শুরু

সাতক্ষীরায় প্রাণসায়ের খালে পরিষ্কার ও উচ্ছেদ অভিযান শুরু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ নভেম্বর ২০২৪, বিকাল ৫:৩২

যুব দিবস উপলক্ষে সাতক্ষীরার প্রাণকেন্দ্র প্রাণসায়ের খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযানের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শুক্রবার (১ নভেম্বর) সকালে শহরের সুলতানপুর বড়বাজার ব্রিজ থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুফা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার, জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস আবুল বাশার, এবং জেলা পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. সালাউদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, খালের পানি প্রবাহ সৃষ্টির লক্ষ্যে খালের দুই ধার পরিষ্কার করে শহরের প্রাণকেন্দ্রকে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, যারা নীতিমালা বহির্ভূতভাবে ইজারা নিয়ে দোকানঘর গড়ে তুলেছেন, তাদের ইজারা বাতিলের কথাও বলেন তিনি। এই উদ্যোগে রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠন, এনজিও, ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন। উচ্ছেদ অভিযানের ফলে খালের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন হবে এবং শহরের পরিবেশ উন্নত হবে বলে স্থানীয় বাসিন্দারা আশাবাদী।