“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের করা হয়, যা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রজব আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক হোসেন, এডুকো প্রকল্প অফিসার মোতাহার হোসেন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রবীণ সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, যুব উদ্যোক্তা সাঈদ হোসেন ও অনামিকা রাণী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুব উদ্যোক্তা, যুব সংগঠনের সদস্য এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব ও নারীদের মাঝে ঋণের চেক, সনদপত্র এবং গাছের চারা বিতরণ করা হয়। ইএসডিও এবং এডুকো এই আয়োজনের সহযোগিতা করে।
মতামত