সারাদেশ

বেলকুচিতে ছাত্রদলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বেলকুচিতে ছাত্রদলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ নভেম্বর ২০২৪, রাত ১২:১৪

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নে ছাত্রদলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে সমেশপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। বেলকুচি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির হোসেন রাজুর সভাপতিত্বে এবং বেলকুচি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিন রেজার সঞ্চালনায় সমাবেশটি পরিচালিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ বনি আমিন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ওপর জুলুম, গুম, খুন এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এ কারণে জনগণ তাদের প্রতি অসন্তুষ্ট এবং দেশ থেকে বিতাড়িত করেছে। এছাড়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহম্মেদ বিজয় এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জব্বার আকন্দ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খাঁন আলো, বেলকুচি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, এবং রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।