সারাদেশ

দীর্ঘ ১৭ বছরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

দীর্ঘ ১৭ বছরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ নভেম্বর ২০২৪, রাত ১২:১১

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে। বৃহষ্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় রাজশাহী ভুবন মোহন পার্কে এ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভুবন মোহন পার্ক থেকে সোনাদিঘির মোড় হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট পর্যন্ত মিছিল করে এবং বাটার মোড়ে এসে মিছিলটি শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এড. এরশাদ আলী ইশা, সদস্য সচিব মামুনুর রশিদ, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও সরকার তা পালন করেনি। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা দাবির বাস্তবায়নই পারে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে, যা দেশকে স্বৈরাচার মুক্ত রাখতে সহায়ক হবে। তাঁরা আরও বলেন, আমাদের দাবি মেনে একটি সুস্থ, স্বচ্ছ নির্বাচন আয়োজন করুন এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করুন।