সারাদেশ

রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে চার বেকারিকে ৪৩ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে চার বেকারিকে ৪৩ হাজার টাকা জরিমানা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১ নভেম্বর ২০২৪, রাত ১২:০৯

রাজশাহীর চারঘাটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে চারটি বেকারিকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চারঘাট উপজেলার নন্দনগাছী এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং বিএসটিআই’র অনুমোদন ছাড়াই মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহারের অপরাধে নন্দনগাছীর মিলন বেকারিকে ২৫ হাজার টাকা ও রিফাত বেকারিকে ৩ হাজার টাকা, পাটিয়াকান্দি বাজারের ভাই ভাই বেকারিকে ১০ হাজার টাকা এবং জোতকার্ত্তিক এলাকার ইয়াসিন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোকে এক সপ্তাহের মধ্যে বিএসটিআই লাইসেন্স গ্রহণ ও কারখানার স্বাস্থ্য-পরিবেশগত অবস্থা উন্নত করার নির্দেশ দেয়া হয়েছে। তা না হলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। চারঘাট উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফ হোসেন মোবাইল কোর্টটি পরিচালনা করেন এবং প্রসিকিউটর হিসেবে সার্টিফিকেশন মার্কস উইং-এর প্রকৌশলী জুনায়েদ আহমেদ দায়িত্ব পালন করেন। রাজশাহী বিএসটিআই বিভাগীয় অফিসের পক্ষ থেকে জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেয়া হয়েছে।