সারাদেশ

আশুলিয়ায় ডিম ভর্তি পিকআপ ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

আশুলিয়ায় ডিম ভর্তি পিকআপ ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, রাত ১১:৪০

আশুলিয়ায় ডিম ভর্তি একটি পিকআপ ডাকাতির ঘটনায় পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় ডাকাতি হওয়া পিকআপসহ মোট ২৮,৮০০ পিস ডিম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক এই তথ্য জানান। এর আগে, বুধবার আশুলিয়ার টঙ্গাবাড়ি এবং বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন এসআই আশরাফুল ইসলাম, এএসআই রেজাউল তালুকদার, এবং এএসআই মেহেদী হাসান। গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেন- জামালপুরের আব্দুর রহমান ফকির, সিরাজগঞ্জের মো. মনির বেপারী, গাইবান্ধার মো. শাহীন আকন্দ ও মো. সজিব জয় সোনার, মো. সফি সরকার এবং ঝালকাঠির মো. বাবুল মিয়া। পুলিশ জানায়, তারা সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ওসি আবুবকর সিদ্দিক জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডাকাতি ও লুটপাট দমন করা হচ্ছে। গত সপ্তাহে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ মোট ১৬ জন ডাকাত গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, গত ২৯ অক্টোবর ভুক্তভোগী মনির হোসেন টাঙ্গাইল থেকে একটি পিকআপে ডিম নিয়ে মিরপুর-১৪ এলাকায় যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কে ইটের আঘাতে আতঙ্কিত হয়ে পিকআপ থামালে ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও হেলপারকে মারধর করে পিকআপটি নিয়ে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় পালিয়ে যায় এবং ডিমগুলো মো. বাবুল মিয়ার কাছে বিক্রি করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, অভিযানে গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।