ফরিদপুরের সালথা উপজেলার উদ্যমী শিক্ষার্থী মো. আল আমিন পড়াশোনার পাশাপাশি লাউ চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। গত ৩ মাসে লাউ চাষে তার লাভ হয়েছে প্রায় ৪-৫ লাখ টাকা। আল আমিনের সাফল্য দেখে এলাকার অনেকেই এখন সবজি চাষের দিকে ঝুঁকছেন।
আল আমিন সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামের কৃষক লিটু শেখের ছেলে এবং যদুনন্দী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকালে আল আমিন জানান, তিনি কৃষক পরিবারের সন্তান হওয়ায় পড়াশোনার পাশাপাশি সংসারের দায়িত্ব পালন করতে তাকে কৃষিকাজে যুক্ত হতে হয়েছে। এক বড় ভাইয়ের পরামর্শে গত বছর পরীক্ষামূলক সবজি চাষ করে সফল হওয়ার পর এবার ৯০ শতাংশ জমি লিজ নিয়ে আধুনিক পদ্ধতিতে লাউ চাষ করেছেন।
লাউ চাষে বেড কাটা, সার ও ওষুধসহ সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৩৫-৪০ হাজার টাকা। আবহাওয়ার কিছুটা প্রতিকূলতা সত্ত্বেও ৪৫ দিনের মধ্যে গাছে প্রচুর লাউ ধরেছে, যা ইতিমধ্যেই বেশিরভাগ বিক্রি করে ফেলেছেন। বাকি লাউগুলোও কিছুদিনের মধ্যে বিক্রি হবে বলে আশা করছেন আল আমিন। তার হিসাব অনুযায়ী, খরচ বাদে এই তিন মাস ১০ দিনের মধ্যে প্রায় ৪-৫ লাখ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে।
লাউয়ের পাশাপাশি আল আমিন ৭৫ শতাংশ জমিতে কলা, ২০ শতাংশ জমিতে পেঁপে এবং কিছু জমিতে মরিচও আবাদ করেছেন, যা থেকে মোটামুটি ভালো আয় হয়েছে। আগামীতে তিনি আরো বেশি জমিতে লাউ চাষের পরিকল্পনা করছেন। তার লাউ চাষে সফলতা দেখে অনেকেই পরামর্শ নিচ্ছেন এবং সবজি চাষে আগ্রহী হচ্ছেন। আল আমিন বলেন, আমার মতো করে সবাই সবজি চাষ করে সফল হোক, এটা আমি চাই।
সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন, কিছু হাইব্রিড জাতের লাউ চাষ করে আল আমিন সফল হয়েছেন। আমরা বিভিন্ন সময় তার ক্ষেত পরিদর্শন করে পরামর্শ দিয়ে এসেছি এবং আমাদের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা করা হচ্ছে। আল আমিনের মতো তরুণ কৃষি উদ্যোক্তা তৈরি করতে আমরা বদ্ধপরিকর।
মতামত