সিরাজগঞ্জ প্রেসক্লাবে জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাবের সভাপতি হারন অর রশীদ খান হাসানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শেখ এনামুল হকের সঞ্চালনায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নয়া দিগন্ত পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি নরুল ইসলাম রইসী স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।
বক্তাগণ নয়া দিগন্ত পত্রিকার নিরপেক্ষ সাংবাদিকতার ভূমিকার প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, গত দুই দশকে পত্রিকাটি দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তারা বলেন, নয়া দিগন্ত ২০০৪ সালে তার যাত্রা শুরু করার পর থেকেই নিরপেক্ষ সংবাদ প্রচারের লক্ষ্যে কাজ করে চলেছে এবং তা সবসময়ই দেশের মানুষের কণ্ঠস্বর হয়ে থেকেছে।
অনুষ্ঠান শেষে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানান সিরাজগঞ্জ জেলা বিএনপি, জেলা জামায়াত, যুবদল, ছাত্রদল ও অন্যান্য স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ।
মতামত