সারাদেশ

জীবনের আলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

জীবনের আলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, বিকাল ৩:৫০

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জীবনের আলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে থেকে প্রতিবন্ধী ও চলাফেরায় অক্ষম একজনকে ব্যক্তিকে হুইলচেয়ার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে জীবনের আলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ রানা হুইলচেয়ার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শফিকুল ইসলাম এর মেয়েকে হুইল চেয়ার দেওয়া হয় বলে জানা তিনি। এসময় উপস্থিত ছিলেনজীবনের আলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ রানা, জীবনের আলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সভাপতি শামীম হোসাইন, জীবনের আলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সাধারণ সম্পাদক, রতন প্রধান, সিনিয়র সহ-সভাপতি কবির আহমেদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন সাগরসহ উপস্থিত ছিলেন সকল স্বেচ্ছাসেবী কর্মীরা। জীবনের আলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ রানা, জীবনের আলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আমরা প্রতি বছর বিভিন্নধরনের মানব সেবা মূলক কাজ করে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমরা এক প্রতিবন্ধী হতদরিদ্রদের মাঝে হুইলচেয়ার তুলে দেই এছাড়াও তিনটি অসহায় মেধাবী স্টুডেন্টকে বই উপহার দিয়েছি, পাশাপাশি দুইটি পরিবারকে ওষুধ কিনে দিয়েছি এরকম কার্যক্রম আমাদের চলমান থাকবে ।