ঢাকা জেলার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি এবং সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মন্ডল (৫২) র্যাব-৪ এর অভিযানে গ্রেফতার হয়েছেন।
র্যাব-৪ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে মিরপুর-৬ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গত আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সেলিম মন্ডল প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরীহ ছাত্র ও জনতার ওপর হামলা চালায় বলে অভিযোগ। এই হামলায় সাভার থানার সাভার বাজার এলাকায় বেশ কয়েকজনের মৃত্যু ঘটে। নিহতদের পরিবারের সদস্যরা সাভার থানায় একাধিক হত্যা মামলা দায়ের করেন, যার পর থেকে সেলিম মন্ডল রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে দলীয় প্রভাব ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ রয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মন্ডল স্বীকার করেছেন যে, ছাত্র আন্দোলন প্রতিহত করার উদ্দেশ্যে প্রভাব বিস্তার করে অস্ত্র ব্যবহার করেছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত