সারাদেশ

ডোমারে ‘সংকল্প রক্তের বন্ধন’ এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম

ডোমারে ‘সংকল্প রক্তের বন্ধন’ এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, বিকাল ৩:৩৮

“যেখানে অসহায় মানুষের আর্তনাদ, সেখানে সংকল্প রক্তের বন্ধন”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সংকল্প রক্তের বন্ধন’ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দিনব্যাপী ডোমারের হরিণচড়া ইউনিয়নের আঠিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা মুসা ইব্রাহিম। এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়াতুল আলম, আঠিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ, ‘সংকল্প রক্তের বন্ধন’ এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাজিবুল ইসলাম রাজিব, সভাপতি শিহাব হাচান শাসন এবং সদস্য সবুজ ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ। কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাজিবুল ইসলাম রাজিব জানান, এ উদ্যোগে মোট ৮৩৮ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাদের রক্তদানে উৎসাহিত করা হয়। সংগঠনের সভাপতি শিহাব হাচান শাসন বলেন, আমরা অসহায় মানুষের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং রক্তের প্রয়োজন মেটাতে সদা প্রস্তুত। আমাদের এ কার্যক্রম ডোমার উপজেলার প্রতিটি ইউনিয়নে সম্প্রসারিত হবে।