বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৫৭ জন সেনা কর্মকর্তাকে ঠান্ডা মাথায় হত্যা করার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, এমন পরিস্থিতি মুক্তিযুদ্ধকালীন সময়েও ঘটেনি। এছাড়াও তিনি জামায়াতকে আধুনিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার কথা উল্লেখ করেন। তিনি জানান, জামায়াত নারীদের পূর্ণ নিরাপত্তা ও অমুসলিমদের সমান নাগরিক অধিকার দিতে চায়।
রফিকুল ইসলাম খান ২০০৬ সালের ২৮ অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত অভ্যুত্থান নিয়ে কথা বলেন এবং এসব ঘটনায় দায়ীদের শাস্তির দাবিও করেন।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের আমির ড. মীর নূরুল ইসলাম, অধ্যাপক ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত