চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র-অতিদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য এসডিএফ (সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) দ্বিতীয় ধাপে ২৪ হাজার টাকা করে উচ্চ শিক্ষাবৃত্তি বিতরণ করেছে। জেলার ৪৩ জন মেধাবী শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন, যা এর আগে প্রথম ধাপেও একই পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হয়েছিল। প্রথম ধাপে এই শিক্ষার্থীদের মোট ১০ লক্ষ ৩২ হাজার টাকা প্রদান করা হয়েছিল।
বুধবার (৩০ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার।
প্রধান অতিথি মোহাম্মদ কামাল বাশার বলেন, এসডিএফ-এর কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি উপজেলায় সফলভাবে বাস্তবায়িত হচ্ছে এবং এই শিক্ষাবৃত্তি দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথে বিশেষ ভূমিকা রাখছে। এসডিএফ দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, বেকার যুবকদের প্রশিক্ষণ, এবং মজুরি ভিত্তিক ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে অবদান রাখছে।
এতে করে চাঁপাইনবাবগঞ্জ জেলার মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং বেকার যুবদের কর্মসংস্থানের পথ সুগম হচ্ছে।
মতামত