ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা স্বৈরাচারী সরকারের দোসর, হামলা-মামলা ও নির্যাতনে জড়িত শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের বটতলা থেকে মিছিলটি শুরু হয় এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি দাবি জানান যে, পোষ্য কোটার মাধ্যমে অযোগ্যদের ভর্তি প্রক্রিয়া বন্ধ করতে হবে। তিনি উল্লেখ করেন যে, যেসব শিক্ষক ছাত্রলীগকে ইন্ধন দিয়েছেন তাদের দ্রুত অপসারণ করতে হবে, অন্যথায় শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
এস এম সুইট বলেন, ফ্যাসিবাদী সরকারের বৈষম্য চালানোর জন্য যারা ইন্ধন দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের আন্দোলনের মূল দাবি কোটার যৌক্তিক সংস্কার মেনে নেওয়া।
মতামত