সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বানিয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই সমাবেশে অভিভাবকদের উপস্থিতিতে পরীক্ষার ফলাফল উন্নয়নের জন্য করণীয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া এবং তাদের অনলাইন কার্যক্রমে সতর্ক দৃষ্টি রাখার উপর গুরুত্বারোপ করা হয়। বিশেষভাবে, মোবাইলে গেমস খেলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় অপচয়ের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য অভিভাবকদের সঠিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ খন্দকার নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াগাঁতী কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য ও বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ কেরামত আলী তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, শিক্ষক শ্রী মানিক সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ সাইদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য হাজী আলতাফ হোসেন, মজনু আকন্দ, আইয়ুব আলী, আবু তালেব খাঁ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
মতামত