বাস মালিক সমিতির স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালিপনার কারণে বাগেরহাটের শরণখোলা থেকে খুলনা, যশোর এবং বেনাপোলগামী গণপরিবহন প্রায় তিন মাস ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ।
এই ভোগান্তি দূর করতে বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় শরণখোলার রায়েন্দা বাস স্ট্যান্ডে সর্বস্তরের জনগণের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভুক্তভোগী যাত্রীরা জানান, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে শরণখোলার রায়েন্দা বাস স্ট্যান্ড থেকে খুলনা, যশোর ও বেনাপোলগামী পরিবহনগুলো বন্ধ করে দিয়েছে মালিক সমিতির কর্মকর্তারা। ফলে শরণখোলা ও মোড়লগঞ্জের হাজার হাজার মানুষ বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর রোগীসহ বিভিন্ন শ্রেণির মানুষ কঠিন অবস্থায় পড়েছে।
যাত্রীরা বলছেন, মাত্র দুটি বিআরটিসি বাসের মাধ্যমে এই অঞ্চলের যাত্রীদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, ফলে এম্বুলেন্সের ব্যয়ভার বহন করতে না পারায় অনেক রোগী অসহায় অবস্থায় রয়েছেন।
অন্য একটি সূত্রে জানা যায়, একটি বিশেষ মহল তাদের স্বার্থ সিদ্ধির জন্য পরিবহন বন্ধ রেখে জনদুর্ভোগ সৃষ্টি করছে। মানববন্ধন শেষে এক পথসভায় বক্তারা দ্রুত এই সমস্যার সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মধু এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার।
এ ব্যাপারে মালিক সমিতির কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং জেলা প্রশাসককে অবহিত করে মালিক সমিতির সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
মতামত