সারাদেশ

ডিআইইউ'তে ‘থিয়েট্রন’ ক্লাবের নেতৃত্বে পুণ্য-কিরণ

ডিআইইউ'তে ‘থিয়েট্রন’ ক্লাবের নেতৃত্বে পুণ্য-কিরণ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, রাত ৯:৪৩

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ড্রামা ক্লাব “থিয়েট্রন” এর কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাসানাতুন রহমান পুণ্য এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহ আলম কিরণ দায়িত্ব পেয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাত সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান আরিফ আহমেদ। সিনিয়র মডারেটর হিসেবে আছেন সাদিয়া ফেরদৌস এবং মডারেটর হিসেবে আছেন মো. শাহরিয়ার মাহমুদ রাকিব, নিশাত তারান্নুম ও নাফিয়া তাবাসসুম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সাংগঠনিক সম্পাদক মো. নূরনবী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. শামসুদ্দিন ফাহাদ, দপ্তর সম্পাদক খালেদ সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ ইকরামুল ইসলাম, এবং প্রচার সম্পাদক ওয়াসিমুল বারী রাতুল। ক্লাবের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সভাপতি হাসানাতুন রহমান পুণ্য জানান, আমি সভাপতি নির্বাচিত হওয়ায় অত্যন্ত খুশি এবং শিক্ষকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রথমবারের মতো ক্লাবটি চালু হওয়ায় আমরা সবাই উৎসাহের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমি পুরো ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়েও আমরা কাজ করব।