পিরোজপুরে বসুন্ধরা গ্রুপের শুভসংঘ জেলার শাখার উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করায় শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশে সহায়ক হবে। আশা করি, ভবিষ্যতে শুভসংঘ আরও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে, যা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক শিক্ষায় মনোযোগী হতে সাহায্য করবে।
প্রতিযোগিতায় অংশ নেয়া ৩০ জন শিক্ষার্থী সাধারণ জ্ঞান পর্বে অংশ নেয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কালের কণ্ঠ জেলা প্রতিনিধি শিরিনা আফরোজের সঞ্চালনায় ও জেলা উদীচীর সভাপতির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভসংঘের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মশিউর রহমান রাহাত, সাংগঠনিক সম্পাদক শেখ ইরাণী এবং অন্যান্য সাংবাদিক ও শুভসংঘের কর্মকর্তা বৃন্দ।
মতামত