আশুলিয়ায় গরু ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতি হওয়া ৩২ লাখ টাকা মূল্যের ২১টি গরুর মধ্যে সাতটি গরু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে লুণ্ঠিত ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ।
বুধবার (৩০ অক্টোবর) আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৮ অক্টোবর রাতে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় খালি ট্রাক দিয়ে গরুভর্তি ট্রাকের গতি রোধ করে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ২১টি গরুসহ ট্রাকটি নিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ডাকাতদের মধ্যে রয়েছে সিরাজগঞ্জ জেলার মো. তোফাজ্জল হোসেন, মো. কুরবান আলী, আল আমিন শেখ, শহিদুল, ঢাকার সজিব এবং শিবলু।
থানা পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়ার কলতাসূতি এলাকা থেকে প্রথমে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ, গাজীপুর ও টাঙ্গাইল থেকে আরও চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে ডাকাত দলের সর্দার পলাশ এখনো পলাতক।
গরুর মালিক শহিদুল এনাম রাশেল বলেন, রাজশাহী সিটি হাট থেকে ২১টি গরু কিনে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে ডাকাতির শিকার হই। এভাবে ডাকাতি চলতে থাকলে আমাদের ব্যবসা করা কঠিন হয়ে যাবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির জানান, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত চক্রের সদস্য। বাকী গরু উদ্ধার ও ডাকাত দলের সর্দার পলাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতামত