২০০৬ সালের ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে আয়োজিত এক বিশাল গণসমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য প্রফেসর মো. আব্দুত তাওয়াব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'লগি বৈঠার নৃশংসতার মূল মাস্টারমাইন্ড' আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের সাধারণ মানুষের সাথে নিয়ে দেশে ইসলামী আদর্শের প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর এবং শেখ হাসিনার বিচারও দাবি করেন।
ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়কে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ গণসমাবেশে প্রফেসর তাওয়াব বলেন, শেখ হাসিনার শাসনামলে বহু হত্যাকাণ্ড ও অত্যাচারের ঘটনা ঘটেছে। এদেশে সেই ঘটনার সঠিক বিচার একদিন নিশ্চিতভাবে হবে।
সমাবেশে সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মো. আবুল ফজল সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মো. আজিজুর রহমান। আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েব আমির ইমতিয়াজ উদ্দীন আহমেদ, সহকারী সেক্রেটারি আবু হারিচ মোল্যা, এবং জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মো. ওবায়দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত