সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, রাত ১১:৪৯

আনন্দঘন পরিবেশে ও ফুলেল শুভেচ্ছায় নবীন শিক্ষার্থীদের বরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে কলেজের শ্রেণীকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মাদ ইনসান আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রকাশ চন্দ্র শীল। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার তার বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষার উন্নয়নে এগিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, কলেজটি শিগগিরই দেশের মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং এর শিক্ষার্থীরা হবে কলেজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাদের সফলতায় কলেজের সুনাম দেশে ও বিদেশে ছড়িয়ে পড়বে। নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অংশ নেন, যা সবার জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে।