নরসিংদীর রায়পুরা উপজেলায় শীতকালীন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। চলতি মৌসুমে উপজেলার ১৪৫০ জন কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। উদ্বোধনী দিনে সরিষার বীজ বিতরণ করা হয়, যা রায়পুরার ২৪টি ইউনিয়নের কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জামাল উদ্দিন।
কৃষকদের মধ্যে প্রতিজনকে ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি, এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে। এ ছাড়াও, এর আগে উপজেলা হল রুমে ইঁদুর নিধন কর্মসূচির আয়োজন করা হয়।
মতামত