নরসিংদীতে পৃথক তিনটি অভিযানে জেলা পুলিশ বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র এবং গাঁজা উদ্ধারসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের সাটিরপাড়া এলাকার সনেট (৩৫), চৌয়ালা এলাকার রুবেল (২৩), কুষ্টিয়ার সোহাগ মিয়া (১৯), শিবপুরের আল আমিন (৩০), রায়পুরার আলামিন (৩০), নেত্রকোনার মাসুম মিয়া (৩০), মাদারীপুরের লিলি বেগম (৩৬) এবং ঢাকার মোঃ শুভ (১৯)। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল, লোহার চাপাতি, এবং গাঁজা উদ্ধার করা হয়।
একটি অভিযানে নরসিংদী মডেল থানার একটি দল ডাকাতির কাজে ব্যবহারের জন্য সনেট ও রুবেলকে গ্রেপ্তার করে, যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। আরেক অভিযানে শিবপুর মডেল থানা পুলিশ পুটিয়া ইউনিয়নের চৌরবর্দী গ্রামে হানিফ মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
অন্যদিকে, বেলাব থানার এক অভিযানে বারৈচা জেনারেল হাসপাতালের সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ এক নারী ও এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মতামত