সারাদেশ

সাতক্ষীরায় বৈধভাবে ইছামতি নদী থেকে বালু উত্তোলনের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বৈধভাবে ইছামতি নদী থেকে বালু উত্তোলনের দাবিতে মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, রাত ১১:৩৮

সাতক্ষীরার দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার শতাধিক বালু শ্রমিক বৈধভাবে ইছামতি নদী থেকে বালু উত্তোলনের অনুমোদনের দাবিতে মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বালু শ্রমিক নেতা ফারুক হোসেন এবং বক্তব্য দেন মমিনুল হক কাজল, রজব আলী, ও আব্দুল গণি সরদারসহ আরও অনেক নেতা। বক্তারা বলেন, ইছামতি নদী থেকে বালু উত্তোলন ও পরিবহন করে দেবহাটা ও কালিগঞ্জের প্রায় ১ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে। তবে ৯ মাস পূর্বে আকস্মিকভাবে বালু উত্তোলন বন্ধ করে দেওয়ায় তাদের জীবিকা সংকটে পড়েছে। বালু শ্রমিকরা সরকারের কাছে অনুরোধ করেছেন, যেন বৈধভাবে বালু উত্তোলনের সুযোগ দেওয়া হয় এবং তারা আবারো নিজেদের জীবন-জীবিকা স্বাভাবিক করতে পারে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা।