কুড়িগ্রাম সদর উপজেলার চর যাত্রাপুরে প্রতিবন্ধি ব্যক্তিদের আয়বর্ধক কাজে উৎসাহিত করতে বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ এর আয়োজনে ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফ্রেন্ডশিপ সংস্থা কুড়িগ্রামের ৩০টি চরে, বিশেষ করে সদর ও চিলমারী উপজেলার চরগুলোতে, প্রতিবন্ধি ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করছে। আয়বর্ধক কাজের এই কর্মশালায় অংশ নেন ১৫ জন (৫ জন প্রতিবন্ধি ব্যক্তি ও ১০ জন পরিচর্যাকারী), যারা সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন।
কর্মশালা পরিদর্শন করেন কুড়িগ্রাম সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান। তিনি প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করে ফ্রেন্ডশিপ সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন এবং দুর্গম চরে বসবাসকারী প্রতিবন্ধি ব্যক্তিদের পাশে থেকে সেবা প্রদানের জন্য ফ্রেন্ডশিপকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতামত