সারাদেশ

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা ও মামলার প্রতিবাদে ১০ সাংবাদিক সংগঠনের মানববন্ধন

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা ও মামলার প্রতিবাদে ১০ সাংবাদিক সংগঠনের মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৪৭

সারা দেশের মতো রাজশাহীতেও সাংবাদিকদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব আয়োজিত এই মানববন্ধনে ৪টি সংগঠনের সাথে আরও ৬টি সাংবাদিক সংগঠন অংশগ্রহণ করে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বরে শুরু হওয়া মানববন্ধনটি বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে। এতে উপস্থিত ছিলেন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী শাখা, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখা, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস), জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, মোহনপুর প্রেসক্লাব, দূর্গাপুর প্রেসক্লাব এবং বাঘা রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ। বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় ও সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনটি পরিচালিত হয়। মানববন্ধনে বক্তারা রাজশাহীর বাঘা ও দূর্গাপুরে সাংবাদিকদের ওপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদ জানান এবং দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও প্রত্যাহারের দাবি তোলেন। তাঁরা বলেন, সাংবাদিকরা সাধারণ জনগণের কথা বলেন এবং সমাজের অসঙ্গতি তুলে ধরেন, যার ফলে দুর্নীতিবাজদের শত্রু হয়ে ওঠেন। পুলিশ কখনো কখনো অপরাধীদের ইন্ধনে সাংবাদিকদের ওপর প্রতিহিংসামূলক আচরণ করে, যা অত্যন্ত নিন্দনীয়। মানববন্ধনে বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ প্রশাসন থেকে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।