নাটোরের লালপুরে রেললাইনের উপর দিয়ে সড়ক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে লালপুরের ডহরশৈলা ঈশ্বরদী বাইপাস স্টেশনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মাছুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ এবং স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
উত্তেজিত এলাকাবাসী রাজশাহী থেকে টুঙ্গিপাড়া গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
মতামত